মুখে ওপেন পোরসের সমস্যা? ঘরোয়া এই ৫ উপায়েই বন্ধ হবে ত্বকের ছিদ্র!

ত্বকের যে সব সমস্যা নিয়ে অনেকে সারা বছর ভোগেন, তার মধ্যে অন্যতম হল ‘ওপেন পোরস’ বা ত্বকের উন্মুক্ত রোমকূপের সমস্যা। ত্বকের উপরিভাগে ছোটো ছোটো ছিদ্র থাকে, তাকেই ইংরেজিতে ‘পোরস’ বলা হয়। এগুলি এতই ছোটো যে দেখতে পাওয়ার কথা নয়। কিন্তু অনেক সময়েই কপাল, নাক ও গালের অংশে এই ছিদ্রগুলি বড় হয়ে গর্তের মতো দেখতে লাগে। আর ত্বকের ছিদ্র বড় হলে তাতে তেল, ধুলোময়লা জমে। ফলে ব্ল্যাকহেডস, ব্রণ এবং র‌্যাশের সমস্যা বাড়ে। এভাবে বেশিদিন চলতে থাকলে খুব তাড়াতাড়ি ত্বকে বয়সের ছাপ পড়বে। তাই আগে থেকেই সতর্ক হোন। ত্বকের লাবণ্য ধরে রাখতে চাইলে এই খোলা ছিদ্রগুলি সারিয়ে তোলা জরুরি। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, কী ভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

দেখে নিন, ত্বকের সৌন্দর্য ধরে রাখার কয়েকটি ঘরোয়া উপায়।

মুলতানি মাটি: ত্বকের উন্মুক্ত ছিদ্রগুলি বন্ধ করতে ভরসা রাখতে পারেন মুলতানি মাটির উপর। মুলতানি মাটি ত্বকের জ্বালাপোড়াও কমায় এবং রোমকূপে জমে থাকা বাড়তি তেল, ধুলো-ময়লা দূর করে। মুলতানি মাটির সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে পুরো মুখে সমানভাবে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। গোলাপজল না পেলে টক দই বা টমেটোর রসও ব্যবহার করতে পারেন। এই ফেসপ্যাক ত্বক টানটান রাখে।

বেসন: রুপচর্চায় যুগ যুগ ধরে বেসনের ব্যবহার হয়ে আসছে। ত্বকের জন্য সেরা প্রাকৃতিক স্ক্রাব বেসন। ত্বকের মৃত কোষ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস পরিষ্কার করে ত্বক মসৃণ ও জেল্লাদার করে তোলে বেসন। এর পাশাপাশি ত্বকের অতিরিক্ত তেলও দূর করে বেসন। দই এবং অলিভ অয়েলের সঙ্গে বেসন মিশিয়ে আপনার মুখে লাগান। কয়েক মিনিট আলতো করে মুখে স্ক্রাব করুন। মিনিট পনেরো মুখে লাগিয়ে রাখুন এই ফেসপ্যাক। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ধোওয়ার পরে মুখে বরফ ঘষতে পারেন। এতে আরও তরতাজা অনুভব করবেন।

ওটস: ওটস ত্বকের জ্বালাপোড়া এবং চুলকানি উপশম করতে পারে। ত্বকের খোলা ছিদ্রগুলিও বন্ধ করে দিতে পারে ওটসের ফেসপ্যাক।ওটস গুঁড়ো করে নিন। এতে সামান্য জল ও মধু মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে গেলে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। ফেসপ্যাক ধোওয়ার পর অবশ্যই মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন।

বরফ: মুখে বরফ ঘষলে ত্বকের উন্মুক্ত ছিদ্র বুজে যায়। ফলে টানটান দেখাবে ত্বক। একটি পরিষ্কার কাপড়ে বরফের কিউব নিয়ে মিনিট ১৫ ত্বকে ঘষুন। ঠান্ডা তাপমাত্রায় ত্বক টানটান হবে, ত্বকের ছিদ্র বা পোরসগুলির আকার হ্রাস হবে। তাছাড়া, বরফ ত্বকের সতেজতা বাড়ায়।

এক্সফোলিয়েট: এক্সফোলিয়েশন ত্বকের ছিদ্রগুলি ছোটো করতে খুব ভাল কাজ করে। ত্বকের মরা চামড়াও দূর করে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রাকৃতিক স্ক্রাব যেমন – চিনি এবং কফির গুঁড়ো ব্যবহার করতে পারেন। এছাড়াও, ওটস, মধু এবং ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে এক্সফোলিয়েটিং ফেসমাস্ক তৈরি করতে পারেন।

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping